‘দুষ্টু কোকিল’-এ রেকর্ড ভিউ, ‘তুফান’ সিনেমার গানে ৫০ কোটির মাইলফলক
বিনোদন ডেক্স: বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁয়েছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। মুক্তির এক বছরের মধ্যেই ইউটিউবে দুই চ্যানেল মিলিয়ে গানটির ভিউ ৫০ কোটি ছাড়িয়েছে—যা দেশীয় চলচ্চিত্র গানের ইতিহাসে দ্রুততম সময়ে অন্যতম সেরা সাফল্য।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি গত বছর ঈদুল আজহায় মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন দুই বাংলার দুই জনপ্রিয় নায়িকা-নাবিলা ও মিমি চক্রবর্তী। মিমিকে কেন্দ্র করেই নির্মিত গান ‘দুষ্টু কোকিল’ পায় দারুণ সাড়া।
গানটির পরিসংখ্যান: চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিউ: ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার+, এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে ভিউ: ১৫ কোটি ৯ লাখ+, মোট সম্মিলিত ভিউ (অফিশিয়ালি): ৫০ কোটি+।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের দিলশাদ নাহার কনা ও ভারতের আকাশ সেন। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন নিজেই।
গানটির চিত্রায়ণ হয়েছে কলকাতার একটি পানশালায়। দৃশ্যের শুরুতেই পারফর্ম করতে দেখা যায় মিমি চক্রবর্তীকে, আর তাকে দেখেই প্রেমে পড়েন সিনেমার নায়ক শাকিব খান।
শুটিংয়ের স্মৃতিচারণ করে আকাশ সেন বলেন, শুটিংয়ের দুই দিন আগেই পরিচালক রায়হান রাফী আমাকে নিমন্ত্রণ করেন। আমি সেখানে গিয়েই শাকিব খান ভাইকে মেসেজ করি। সারা দিন তার সঙ্গে কাটিয়েছি। তিনি যে ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনও ভুলবো না।
সিনেমাটির অভিনয়শিল্পী তালিকায় ছিলেন আরও-চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে। শাকিব খানকে সিনেমাটিতে দেখা গেছে দ্বৈত চরিত্রে।
দেশীয় চলচ্চিত্রের গানের এমন বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে, সৃজনশীলতা, তারকাবহুল উপস্থিতি এবং আধুনিক নির্মাণশৈলী মিললে দেশীয় গানও আন্তর্জাতিকভাবে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে।
বিআলো/এফএইচএস