বিমান বিধ্বস্ত: প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ দিতে রিট
নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে বিমানবন্দর এলাকার নিরাপত্তা বিবেচনায় চারতলার বেশি ভবন নির্মাণ নিষিদ্ধ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
এ বিষয়ে জাগো নিউজকে তিনি জানান, রিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব (জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-কে বিবাদী করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) হাইকোর্ট পৃথক একটি রিটের শুনানি শেষে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। আদালত সরকারকে ৭ দিনের মধ্যে কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা, এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা এবং ত্রুটিপূর্ণ বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে না কেন-এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।
রিটের পরবর্তী শুনানি আগামী রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত হতে পারে।
বিআলো/এফএইচএস