বদলগাছীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মানিত ২৬ কৃতি শিক্ষার্থী
এ.বি.এস রতন নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোড়ন সমাজ কল্যাণ সংস্থা’।
বুধবার দুপুরে পারসোমবাড়ি বাজার সংলগ্ন বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বেগুনজোয়ার, কাত্তিকাহার ও বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ডিকশনারি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন কাত্তিকাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিএম শহিদুল ইসলাম দোলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন, কাত্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজুর রহমান, বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম আখতার মাহমুদ, সহকারী শিক্ষক মিঠুন কুমার ও জুয়েল হোসেন, আলোড়নের সভাপতি আমিনুল ইসলাম এবং অর্থ সম্পাদক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রবিদাস, দপ্তর সম্পাদক রনি হোসেন, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, উন্নয়ন সম্পাদক রাকিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করে অতিথিরা বলেন, মেধা ও পরিশ্রমের মূল্যায়ন তরুণদের আরো উৎসাহিত করবে এবং শিক্ষাবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।
বিআলো/তুরাগ