ওবামার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ তুললেন তুলসি গ্যাবার্ডের
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ওবামা প্রশাসনের বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার (২৪ তারিখ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
বুধবার এক বিবৃতিতে গ্যাবার্ড বলেন, নতুন প্রকাশিত নথিতে দেখা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সরকার ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর চেষ্টা করেছে— এমন অভিযোগ ওবামা প্রশাসন রাজনৈতিকভাবে তৈরি করেছিল।
তিনি বলেন, হাউস ইন্টেলিজেন্স কমিটির একটি রিপোর্ট ডিক্লাসিফাই করার পর দেখা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে প্রকাশিত গোয়েন্দা মূল্যায়ন ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধতা নষ্ট করার চেষ্টা হিসেবে এটি ব্যবহার করা হয়েছিল। গ্যাবার্ড অভিযোগ করেন, এভাবে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করে ট্রাম্পের বিরুদ্ধে বছরের পর বছর ষড়যন্ত্র চালিয়েছিল।
তবে ওবামার অফিস এ অভিযোগ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে জানিয়েছে, এসব দাবি ভিত্তিহীন এবং জনমনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেয়ার প্রচেষ্টা।
ওবামার মুখপাত্র প্যাট্রিক রোডেনবুশ বলেন, রাশিয়া ২০১৬ সালের মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছিল, তবে কোনো ভোটের ফলাফল পাল্টাতে পারেনি— এই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। ২০২০ সালে মার্কিন সিনেটের দ্বিদলীয় গোয়েন্দা কমিটির রিপোর্টেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবার্ড যে রিপোর্টের কথা বলেছেন তা মূলত ২০১৭ সালে হাউস ইন্টেলিজেন্স কমিটি রিপাবলিকানদের তত্ত্বাবধানে তৈরি করেছিল এবং ২০২০ সালে তা সংশোধন করা হয়। রিপোর্টে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর বেশিরভাগ মূল্যায়ন সঠিক হলেও ট্রাম্পকে সমর্থন করার রাশিয়ার ভূমিকা নিয়ে বিশ্লেষণটি পর্যাপ্ত মানদণ্ডে হয়নি এবং রিপোর্ট তৈরি প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল।
সিএনএন জানিয়েছে, এ ধরনের ষড়যন্ত্রমূলক অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি এবং ২০২০ সালের নির্বাচনের ফল বদলানোর প্রয়াসে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিপরীত প্রমাণ রয়েছে।
বিআলো/শিলি