মব কালচারে মানুষ আতঙ্কে, অপরাধীকে আইনের হাতে দিন: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।”
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, “সংবিধানে এ বিধান থাকা উচিত-কে নির্বাচন কমিশনার হবেন, তার নিরপেক্ষতা যেন অক্ষুণ্ন থাকে। যে আদর্শ বা চেতনায় তিনি বিশ্বাসী হোন না কেন, আল্লাহকে ভয় করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তার রাজনৈতিক চিন্তা যেন দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রভাব না ফেলে। এগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।
বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিআলো/এফএইচএস