আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। উড়োজাহাজটি গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিমানটিতে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। এটি চীনা সীমান্তঘেঁষা ব্লাগোভেশচেনস্ক শহর থেকে ছেড়ে এসে টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, নিখোঁজ বিমানের সন্ধানে সর্বোচ্চ মাত্রার উদ্ধার সরঞ্জাম ও লোকবল মোতায়েন করা হয়। দীর্ঘ তল্লাশির পর আজ সকালে উদ্ধারকারীরা বিমানের বিধ্বস্ত স্থল শনাক্ত করে।
রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বিমানে থাকা কেউই জীবিত নেই। তবে চূড়ান্ত নিশ্চিত করতে ঘটনাস্থলে আরও অনুসন্ধান চলছে।
বিমানের দুর্ঘটনার পেছনে দুইটি সম্ভাব্য কারণ বিবেচনায় নেওয়া হচ্ছে, খারাপ আবহাওয়ায় পাইলটের ভুল সিদ্ধান্ত ও যান্ত্রিক ত্রুটি।
রাশিয়ায় অতীতেও অভ্যন্তরীণ ফ্লাইটে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে দূরবর্তী ও বরফঢাকা অঞ্চলে। এই দুর্ঘটনাটি নতুন করে দেশটির আকাশপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এখনো নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। উদ্ধারকাজ ও তদন্ত অব্যাহত রয়েছে।
বিআলোে/এফএইচএস