প্রতারণার শিরোমনি কাজী শাওন র্যাবের জালে ধরা
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: বিয়ের নামে প্রতারণার মামলায় রাজশাহীর আলোচিত নিকাহ রেজিস্টার মোকাদ্দিম হোসেন শাওনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত দশটার দিকে নগরীর ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী শাওন জেলার মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল সইপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় শাওন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আজ র্যাবের
মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায় কাজী মোকাদ্দিম হোসেন শাওন মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের নিকাহ রেজিস্টার। তিনি অধিক মুনাফার লোভে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের টাকার বিনিময়ে বিবাহ রেজিস্ট্রি করে প্রতারণা করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর ২০ মার্চ বিয়ের নামে প্রতারণার অভিযোগে মামলা করেন এক ভুক্তভোগী। সেই মামলায় শাওন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
বৃহস্পতিবার রাত দশটার দিকে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি প্রতারণার অভিযোগ স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কাজী মোকাদ্দিম হোসেন শাওন দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্টারের আড়ালে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে। ভুয়া বিবাহ রেজিস্ট্রি, বাল্যবিবাহ, ভুয়া কাবিননামা, ব্ল্যাকমেইলিংসহ নানা অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । গ্রেপ্তার হয়ে সে কয়েকবার জেলও খেটেছে।
অভিযোগ রয়েছে তিনি মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের নির্ধারিত নিকাহ রেজিস্টার হলেও রাজশাহী আদালত পাড়ায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। ডজন ডজন অবৈধ সহকারি নিয়োগ করে বাল্যবিবাহ, ভুয়া এফিডেভিট, তালাক রেজিস্ট্রি, কাবিননামা করে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছে। অপকর্ম নির্বিঘ্ন করতে তিনি কখনো রাজনৈতিক নেতা আবার কখনো সাংবাদিক পরিচয় দিতেন। কিছুদিন আগে রাজশাহীর আদালত চত্বরে ভুক্তভোগী এক নারীর হাতে লাঞ্ছিত হয়েছে কাজী সাওন ও তার ভাই ভিক্টর।
বিআলো/তুরাগ