পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় যুবলীগের এক সাবেক নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. কামাল উদ্দিন (৪৬), তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি মেম্বার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়া থানার বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অতিরিক্ত কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, পটিয়ায় শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন করে আসছে। এ আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে, যার জেরে মামলা দায়ের হয়।
বিআলো/এফএইচএস