নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর নিচু এলাকা প্লাবিত, ভাঙছে বাঁধ
মোঃ ফরহাদ হোসেন বাবু , পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী জেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন, চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ার, চরমোন্তাজ ও আন্ডারচর এলাকা ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। বারবার নদীভাঙনের কবলে থাকা চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

চালিতাবুনিয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, আমাদের ছোট্ট এই ইউনিয়ন চতুর্দিকে নদীবেষ্টিত। সঠিকভাবে বাঁধ না থাকায় সামান্য জলচ্ছ্বাসেই পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। আজকেও বাঁধ ভেঙে ঘরে পানি ঢুকে পড়েছে। জানমাল রক্ষার মতো কোনো টেকসই আশ্রয়কেন্দ্র নেই।
এদিকে এলাকার অনেক মাছের ঘের ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় খামারিরা।
এছাড়া গলাচিপা উপজেলার বেড়িবাঁধের বাইরের বেশ কিছু নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা অনেক বেশি হওয়ায় গলাচিপা ফেরিঘাট এলাকায় যান চলাচলে বিঘ্ন এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটির প্রভাবে সাগরে গভীর মেঘমালার সৃষ্টি হয়েছে এবং সমুদ্র বর্তমানে উত্তাল রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
বিআলো/এফএইচএস