মাইলস্টোন ট্র্যাজেডি: পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো শিক্ষার্থী সারিয়া আকতারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর তুরাগের নয়ানগরে সারিয়ার বাসভবনে যান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।
সারিয়ার পিতা রফিক মোল্লা-যিনি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক-দলীয় নেতাকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই সময় আমিনুল হক বলেন, সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। এই শোক শুধু আপনাদের নয়, আমাদের সবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই আপনাদের খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি সারিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আমিনুল হকের সঙ্গে ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সকালে তিনি পল্লবীর বাইতুল মু’মিন জামে মসজিদে নির্মিত জানাজার গোসলখানা ও ফ্রিজিং হিমঘরের উদ্বোধন করেন।
বিআলো/এফএইচএস