২০ হাজার নিমগাছ রোপণ ও ক্রীড়ায় ফেরার ডাক: তরুণদের নিয়ে নতুন পথে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার রূপনগর ও পল্লবী এলাকায় ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরিবেশবান্ধব এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, পাশাপাশি অংশ নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনও।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার পাশাপাশি যুবসমাজকে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
শুক্রবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মেজবাহ স্পোর্টস ভ্যালিতে ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ–২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রূপনগর থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন।
তিনি বলেন, “আমরা দলীয় ও নির্দলীয়ভাবে সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। এটি কোনো এককালীন কর্মসূচি নয়, ধারাবাহিকভাবে চলবে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপি সারা দেশে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, যার মূল লক্ষ্য হলো যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরিয়ে আনা।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সংগঠনের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
বিআলো/তুরাগ