মাদারীপুরে বিপুল অস্ত্র ও নারীসহ ৬ জন আটক: যৌথবাহিনীর অভিযান
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি–বিদেশি অস্ত্র উদ্ধার এবং তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন–ঘুনসি গ্রামের কালাম মাতুব্বর (৫৩), মিলন মাতুব্বর (৫৪), মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
মাদারীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়–ঘুনসি গ্রামের কয়েকটি বাড়িতে অস্ত্র মজুদ রয়েছে। এরপর যৌথভাবে অভিযান পরিচালনা করে একাধিক বসতবাড়ি তল্লাশি করা হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ইয়ার গান, একটি কাটা রাইফেল, একটি ম্যাগাজিন, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল ফোন এবং একটি ল্যাব জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
বিআলো/এফএইচএস