স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: আজ শনিবার, ২৬ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে আসেন। সফরের শুরুতে তিনি র্যাব-১১ সদর দপ্তর, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আগমন করেন।
পুলিশ লাইন্স পরিদর্শনকালে মাননীয় উপদেষ্টা মহোদয় পুলিশ লাইন্স মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে পুলিশ লাইন্স ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা এবং পুলিশ মেস পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন।

বিআলো/তুরাগ