জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে সরকারের বড় ঘোষণা
জুলাই যোদ্ধাদের জন্য পৃথক অধিদপ্তর ও আজীবন চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী ‘জুলাই যোদ্ধারা’কে জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি জানান, এই যোদ্ধাদের ত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম’ আয়োজিত বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জানান, জুলাই যোদ্ধাদের কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই অধিদপ্তরে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং একজন অতিরিক্ত সচিব এর নেতৃত্বে রয়েছেন।
আহত যোদ্ধাদের জন্য সরকার আজীবন সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বলে তিনি জানান। এছাড়া স্বীকৃতিপ্রাপ্ত যোদ্ধাদের ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।
ক্যাটাগরি ‘এ’-এর যোদ্ধারা পাচ্ছেন মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন শহীদ ইসমামের ভাই মো. মুহিব এবং আহত যোদ্ধা ও সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ