বদলগাছীতে বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
dailybangla
27th Jul 2025 1:38 am | অনলাইন সংস্করণ
এ.বি.এস রতন, নওগাঁ: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টায় কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে বদলগাছী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ