এআই ও স্টার্টআপের হাত ধরে সম্পূর্ণ পাল্টে যাচ্ছে জার্মানির প্রতিরক্ষা খাত
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের পর ইউরোপের প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে জার্মানির হেলসিং স্টার্টআপটি এআই ও সামরিক ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী হয়ে উঠেছে। গত মাসে তাদের মূল্যায়ন দেড় গুণ বেড়ে এক হাজার দুইশ কোটি ডলারে পৌঁছেছে, যা ইউরোপে প্রতিরক্ষা স্টার্টআপগুলোর মধ্যে সেরা।
হেলসিংয়ের সহপ্রতিষ্ঠাতা গুন্ডবার্ট শার্ফ মনে করেন, ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তিতে এটাই ম্যানহাটন প্রকল্পের মতো যুগান্তকারী পরিবর্তন।
জার্মানির সরকারও এআই ও নতুন প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সরকারি ঝামেলা কমিয়ে স্টার্টআপগুলোর সঙ্গে দ্রুত কাজ করতে আগ্রহী। দীর্ঘদিন আমেরিকার নিরাপত্তার ওপর নির্ভরশীল ছিল জার্মানি, কিন্তু এখন তারা ২০২৯ সালের মধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট তিন গুণ বৃদ্ধি করে বার্ষিক ১৬ হাজার কোটি ইউরো করার পরিকল্পনা করছে। এ অর্থ আধুনিক প্রযুক্তি ও নতুন স্টার্টআপগুলোর জন্য ব্যয় হবে।
হেলসিং ছাড়াও ছোট ছোট স্টার্টআপগুলো নতুনত্বে বেশি মনোযোগ দিচ্ছে, কারণ বড় প্রতিষ্ঠানের পুরোনো প্রকল্পগুলো এখনো চলছে। সরকার নতুন আইন আনতে যাচ্ছে যা ছোট স্টার্টআপগুলোকে সরকারি টেন্ডারে অংশগ্রহণ ও অর্থনৈতিক সহায়তা দেবে, এবং দরপত্রগুলো শুধু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে। এদিকে, ‘সোয়ার্ম বায়োট্যাকটিক্স’-এর মতো প্রতিষ্ঠান সাইবর্গ তেলাপোকা তৈরি করছে, যা যুদ্ধক্ষেত্রে গুপ্তচর হিসাবে কাজ করবে।
জার্মানির নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত এ ধরনের প্রযুক্তি গ্রহণের চেষ্টা করছে। পুরোনো নাৎসি বিজ্ঞানীদের ঐতিহ্যের মধ্য দিয়ে জার্মানি আবার প্রতিরক্ষা প্রযুক্তিতে শক্তিশালী অবস্থানে ফেরার চেষ্টা করছে।
বিআলো/শিলি