গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বাড়াতে ৪ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো:
১. গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী ৬ষ্ঠ-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
বিআলো/শিলি