লালমনিরহাটে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ড্রেজার ধ্বংস
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের তমোর চৌপতি এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করে তা ধ্বংস করা হয়।
রোববার (২৭ জুলাই) দিনগত রাতে এই অভিযান পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিত্রা। এ সময় তার সঙ্গে ছিলেন সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফ ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তমোর চৌপতি এলাকায় রাতের বেলা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। মেশিনের বিকট শব্দ, কম্পন ও অতিরিক্ত বালু তোলার কারণে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নদীর প্রবাহ পরিবর্তন হয়ে বাড়ছিল ভাঙনের আশঙ্কা।
এক ভুক্তভোগী কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন গভীর রাতে বালু তোলা হতো। আমার ফসলি জমির পাড় ভেঙে যেতে দেখে আমি ইউএনও স্যারের কাছে অভিযোগ করি। তিনি সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছেন। আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।
অভিযান শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিত্রা বলেন, নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন আইনগতভাবে সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমিসহ স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়ে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস