একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৮ হাজার ১৪৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা।
রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প সহায়তা বা ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে, নতুন প্রকল্প: ৬টি, সংশোধিত প্রকল্প: ৪টি, মেয়াদ বাড়ানো (ব্যয় অপরিবর্তিত): ২টি।
একনেক সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিকল্পনা কমিশনের একটি সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো, পরিবেশ ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হবে।
বিআলো/এফএইচএস