তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
এস এম আলমগীর চাঁদ, পাবনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ ইউনুস আলী।
শনিবার (২৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোটরসাইকেল ও গাড়িবহর শোভাযাত্রা নিয়ে ভুলবাড়িয়া ও নন্দনপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামীণ জনপদে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে ইউনুস আলী বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা। জনগণের সমর্থন থাকলে এই কর্মসূচির মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
পথসভায় তিনি বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”
গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান খোকন, জাতীয়তাবাদী প্রজন্মদলের সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সারা দিনব্যাপী এই কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।
বিআলো/এফএইচএস