সুন্দরবনে ৭৩০ কেজি কাঁকড়াসহ ইঞ্জিনচালিত ট্রলার জব্দ
মুশফিকুর রহমান, খুলনা: সুন্দরবনের কপোতাক্ষ নদীর মোহনায় চরামুখা কাল এলাকা থেকে ৭৩০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল দল।
শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে। ট্রলারটিতে আনুমানিক ৭৩০ কেজি কাঁকড়া পাওয়া যায়, যার উৎস ও গন্তব্য এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কয়রার অনুমতির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগের কর্মকর্তারা মনে করছেন, অবৈধভাবে কাঁকড়া আহরণ করে পাচারের উদ্দেশ্যেই ট্রলারটি ব্যবহৃত হচ্ছিল। অভিযানের সময় ট্রলারে কেউ উপস্থিত ছিল না। জব্দকৃত কাঁকড়া ও ট্রলার বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
বিআলো/এফএইচএস