১৫ শতাংশ বাণিজ্য শুল্কে একমত হলো যুক্তরাষ্ট্র-ইইউ
আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বেশির ভাগ ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্বঘোষিত শুল্কহারের তুলনায় অর্ধেক। আগে ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
গতকাল রোববার এ চুক্তির মধ্য দিয়ে দুই মিত্রপক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্যযুদ্ধ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিশ্বে যে বাণিজ্য হয়, তার প্রায় এক-তৃতীয়াংশ এই দেশ ও জোটের মধ্যে হয়ে থাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরিতে গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। ঘোষণা আসে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ হারে একক শুল্ক আরোপ করা হবে।
রুদ্ধদ্বার আলোচনার পর প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি, মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে ৬০০ বিলিয়ন ডলার বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ।
ট্রাম্প আরও বলেন, মূল বিষয়টা হচ্ছে ন্যায্যতা নিয়ে। তবে কীভাবে এই অঙ্গীকার বাস্তবায়িত হবে, কত সময়ের মধ্যে হবে, তা পরিষ্কার নয়।
এদিকে, আলোচনায় ভন ডার লিয়েন বলেন, ট্রাম্প দৃঢ় মনোভাব ও চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতার জন্য পরিচিত। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে হবে।
এদিন, আলোচনার আগে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, ১ আগস্টের পর আর কোনো সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে, তাদের জন্য শুল্ক কার্যকর হবে। তবে বড় অর্থনীতিগুলোর জন্য ভবিষ্যতে আলোচনা চালু রাখা যেতে পারে।
বিআলো/শিলি