তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশজুড়ে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, “একটি সুস্থ ও দক্ষ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব হবে।”
তিনি জানান, ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি স্কুল-কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বিএনপি।
সরকারের ক্রীড়া খাত পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছরে সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গন হবে রাজনীতিমুক্ত। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি, তিনি ক্রীড়াঙ্গনকে কোনোভাবেই দলীয় স্বার্থে ব্যবহার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, বিচারসহ প্রতিটি খাতে প্রয়োজনীয় সংস্কার আনব। ইনশাআল্লাহ, ক্রীড়াঙ্গনেও একটি নতুন যুগের সূচনা হবে।”

বিআলো/তুরাগ