ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জুলাই) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সিভিল সার্জন অফিস, ঝালকাঠি এর আয়োজনে ফাতেমা কনভেনশন সেন্টারে এই
অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ( অতিরিক্ত দায়িত্ব) ঝালকাঠি সদর হাসপাতাল জনাব ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর।
সভায় উপস্থিত হয়ে আলোচনা করেন ঝালকাঠি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রিফাত আহমেদ। তিনি ঝালকাঠি সদর উপজেলার স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড কিভাবে আরো উন্নতি করা যায় সেই বিষয়ক পরামর্শ দেন। তারপরে রাজাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল এবং কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ তাপস কুমার তালুকদার, নলছিটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীন; এরা সবাই তাদের উপজেলার রিপোর্ট এর ব্যাপরে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ মোঃ আবুয়াল হাসান ডাঃ মোঃ জাবির হাসান অপু, ডাঃ সানিয়াত আলম চৌধুরীসহ জেলার সকল এমটি (ইপিআই), স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, স্যানিটারি ইনস্পেক্টর, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী প্রতিনিধি , সিএইচসিপি প্রতিনিধি , এনজিও প্রতিনিধিগন উপস্থিত হয়ে জেলার স্বাস্থ্য বিভাগকে আরো শক্তিশালী করার জন্য পরামর্শ দেন। এবং সভার শেষে সিভিল সার্জন স্যারের পিতা কিছু দিন আগে মৃত্যুবরণ করায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিআলো/ইমরান