ছাত্র পরামর্শে নতুন যুগের সূচনা: দায়িত্বে ড. সগিরুল ইসলাম মজুমদার
সিকদার জোবায়ের হোসেন, পটুয়াখালী: টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখায় সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার।
রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মজুমদার এই দায়িত্ব পালন করবেন এবং পূর্বের নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশ সংশোধনের অধিকার সংরক্ষণ করবে বলেও জানানো হয়।
নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় ড. সগিরুল ইসলাম মজুমদার বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পবিপ্রবির প্রশাসনের প্রতি। আমার একাডেমিক কৃতিত্ব ও পেশাগত নিষ্ঠাকে মূল্যায়ন করে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সর্বোচ্চ সততা ও আন্তরিকতায় পালন করব।”
ড. মজুমদার শুধুমাত্র একজন প্রতিশ্রুতিশীল কৃষি বিজ্ঞানী নন, বরং একজন মানবিক ও নৈতিক শিক্ষাবিদ হিসেবেও পরিচিত। শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গঠনে তার ভূমিকা প্রশংসিত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, এই তরুণ ও উদ্যমী শিক্ষকের নেতৃত্বে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখা আরও কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে। শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবেন তিনি—এমনটাই প্রত্যাশা সবার।
বিআলো/তুরাগ