• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুদক’র মামলায় সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম কারাগারে 

     dailybangla 
    29th Jul 2025 9:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ১ কোটি ২৮ লক্ষ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখল করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান।
    অভিযুক্ত আবুল কালাম আজাদ বগুড়া জেলার গাবতলী উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ এভিনিউ এর ক্রিস্টাল ক্যাসেল টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।

    দুদক’র আইনজীবী তৌহিদ আল হাসান বাবলা জানান, ২০২৩ সালের ২১ নভেম্বর জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। এই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছর ২৫ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031