ফুল-ফ্রি পিএইচডি অর্জনে ইবি শিক্ষার্থী মারুফকে সংবর্ধনা
ফুল-ফ্রি পিএইচডি পাওয়া মারুফকে সংবর্ধনা দিল ইবি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মারুফ হোসেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত University of Houston-এ ফুল-ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে সুযোগ পাওয়ায় সংবর্ধিত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর ৩টায় বিভাগের ৩০২ নম্বর কক্ষে তার সম্মানে সংবর্ধনা প্রদান করে বায়ো ইমেজিং রিসার্চ ল্যাব।
উল্লেখ্য, মারুফ Fall-2025 সেশনে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি শুরু করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ও বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবের সুপারভাইজার সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ল্যাবের অন্যান্য সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে মারুফ হোসেন বলেন, “আমি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ। ২০২২ সাল থেকেই গবেষণায় মনোযোগ দিয়েছি। বিভাগের শিক্ষকদের সহযোগিতা এবং ইউজিসি ও আইসিটি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদান আমাকে এ পথে এগিয়ে যেতে সহায়তা করেছে। এখন পর্যন্ত দেশি-বিদেশি ১৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার সুযোগ সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত—বিশেষ করে যাঁরা আর্থিক কারণে পিছিয়ে পড়েন।”
বিভাগীয় সভাপতি ড. খাইরুল ইসলাম বলেন, “বায়ো ইমেজিং রিসার্চ ল্যাবটি আমার ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা। স্কলারশিপ পেতে হলে গবেষণা পেপার থাকা আবশ্যক—এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। গত বছর তিনজন ও এই বছর মারুফ স্কলারশিপ পেয়েছে। ভবিষ্যতেও বিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যাশা রাখি।”
অনুষ্ঠানে আরও জানানো হয়, সম্প্রতি Q1 জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করায় বিভাগের পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন: মাহফুজ আহমেদ (২০১৮-১৯), মো. মাহিম, সাকিব আল হাসান, ইমামুল হোসেন এবং ফাহাদ রহমান (২০১৯-২০ শিক্ষাবর্ষ)।
বিআলো/তুরাগ