• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেন আমিনুল হক 

     dailybangla 
    29th Jul 2025 11:23 pm  |  অনলাইন সংস্করণ

    বিএনপির আমলে সত্য বলা হবে নির্ভয়ে: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আমিনুল হক

    নিজস্ব প্রতিবেদক: “সত্য কথা বললে আর কোনো সাংবাদিককে মামলা ও নির্যাতনের মুখে পড়তে হবে না”—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, “পতিত আওয়ামী স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্য বলতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এসব আর হবে না।”

    মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক প্লটে এক উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “আমি প্রতিদিন পল্লবী-রূপনগর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছি। ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়ক অবস্থা, মাদক, শিক্ষা, স্বাস্থ্য—প্রতিটি ক্ষেত্রেই সমস্যা আছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, “আমি রাজনীতির বুলি আওড়াতে আসিনি। আমি যা পারব তা-ই বলব, যা পারব না, তা বলব না। ইতোমধ্যে আমরা পল্লবী-রূপনগরের বেশ কিছু সমস্যার সমাধানে কাজ শুরু করেছি।”

    তিনি আরও বলেন, “বিএনপি একটি মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণকামী রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। আমি ধানের শীষের প্রতিনিধি হয়ে ঢাকা-১৬ আসনকে আধুনিকভাবে ঢেলে সাজাতে চাই।”

    মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক প্লট ফেডারেশন সমিতির সভাপতি আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদলের সাবেক মহানগর উত্তর সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর মহিলাদলের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, মহানগর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান আনিস, মোকছেদুর রহমান আবির প্রমুখ।

    অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তারা স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031