চাঁদপুরে মানবদূতের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হলো মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আহসান হাবিব, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দত্ত, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এবং বেগম জামে মসজিদ মাদ্রাসার মুহতামিম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ভয়াবহতা থেকে মুক্ত থাকতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে সচেতন ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, বর্তমানে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে ‘ডিজিটাল মাদক’ নামক একটি নতুন আসক্তি দেখা দিয়েছে, যার শিকার হচ্ছে কিশোর ও তরুণ প্রজন্ম।
বক্তারা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সময় দিন, তাদের খেলাধুলায় উৎসাহিত করুন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করুন। তাহলেই তাদের মাদক ও খারাপ পথ থেকে দূরে রাখা সম্ভব হবে।
আলোচনা সভা পরিচালনা করেন মানবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম আকাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক, সাংবাদিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবদূত সংগঠনের সদস্য আল-আমিন তালুকদার, তন্ময় মজুমদার রনি, সোহেল গাজী, রাসেল খান রাজু, সুহ্নদ সাহা অংশু, শাহ আমানত উল্লাহ, সৌরভ কর্মকার, আকাশ দত্ত, জাকির হোসেন, মুক্তার গাজী, মমিন উল্লাহ রাজু, ইসমাইল মিয়াজী ও দীপক মণ্ডল প্রমুখ।
বিআলো/এফএইচএস