হবিগঞ্জ প্রতিনিধি: ছেলের বিয়ের আনন্দের মুহূর্ত পরিণত হলো শোকে—হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষু পাল (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ের তারিখ ছিল ৩১ জুলাই। এ উপলক্ষে বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার ঝুলছিল। অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষু পাল।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিআলো/এফএইচএস