খুলনার কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ
dailybangla
30th Jul 2025 5:22 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রায় কোস্ট গার্ডের অভিযানে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই রাত ১১টায় কয়রা উপজেলার পাতাখালী এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি পরিত্যক্ত বস্তা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়।
তিনি বলেন, “হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বন্যপ্রাণী সংরক্ষণ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।
বিআলো/তুরাগ