এনসিপি’র সমাবেশে বাধ্যতামূলক অংশগ্রহণের অভিযোগে: টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত “জুলাই সমাবেশে” ক্লাস বাদ দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নানা স্লোগান দিয়ে এই ঘটনার নিন্দা জানান।
বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী বলেন, মঙ্গলবার সকালে এনসিপির নেতারা ক্লাসরুমে ঢুকে শিক্ষকদের অনুমতি ছাড়াই আমাদের সমাবেশে নিয়ে যান। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে নেতাদের কথাকাটাকাটির পর বাধ্য হয়ে স্কুল ছুটি দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, এ ধরনের ঘটনা পূর্বে কখনো ঘটেনি। ক্লাস থেকে সরিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া ন্যাক্কারজনক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে এনসিপির টাঙ্গাইল জেলা প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের দল থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে এ ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের এমন কোনো কর্মসূচিতে জড়ানো হবে না বলে আশ্বস্ত করছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে এনসিপির “জুলাই পদযাত্রা” বের হয়, যা নিরালা মোড়ে পথসভায় মিলিত হয়। এই কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে ৯ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
বিআলো/এফএইচএস