শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন প্রযোজক
বিনোদন ডেক্স: পরিচালক আবু হায়াত মাহমুদ চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। গুঞ্জন উড়ছে, শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। তবে এই গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা।
‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে প্রযোজক শিরিন সুলতানা বলেন, “আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি ৯০-এর দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি মৌলিক কাহিনি। যেখানে রয়েছে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন এবং পারিবারিক ড্রামার সংমিশ্রণ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে যেসব তথ্য ছড়িয়েছে, সেগুলো বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রযোজক। তার মতে, “আমাদের প্রোডাকশন হাউজ কিংবা পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে, এটি কালা জাহাঙ্গীরের জীবনীভিত্তিক সিনেমা।”
অনুরোধ জানিয়ে প্রযোজক বলেন, “অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান সব শ্রেণির দর্শককে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হচ্ছে।”
পরিচালক আবু হায়াত মাহমুদ এর আগে কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলেন। সেই সময় মোশাররফ করিম ও শরিফুল রাজকে কাস্ট করার কথাও জানিয়েছিলেন তিনি। এ নিয়ে রাজধানীর মগবাজারে প্রাথমিক সংবাদ সম্মেলনও হয়েছিল। কিন্তু বছরখানেক নীরব থাকার পর একই নির্মাতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমায় ফিরেছেন।
ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নামে কালা জাহাঙ্গীরকেন্দ্রিক একটি সিনেমার জন্যই শাকিব খানকে সাইন করানো হয়েছে এমন সংবাদও প্রকাশ করে কিছু গণমাধ্যম। পরিচালক জানিয়েছেন, আগস্টে সিনেমাটির নাম ও নতুন চমক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে রয়েছেন মেজবাহ ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নভেম্বর থেকে শুটিং শুরু হবে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা বা অন্য চরিত্রে কে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।