পিরোজপুরে ব্রিজ থেকে ১০ টন সরকারি চাল জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ এলাকা থেকে সরকারি ১০ টন চাল পাচারের সময় একটি পিকআপভ্যানসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন-পিকআপচালক মিজান সেখ (৪২), খুলনার ইব্রাহিম সেখের ছেলে এবং হেলপার রমজান হাওলাদার (১৮), বাগেরহাটের ইশারাত হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহার গোডাউন থেকে চালগুলো খুলনায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ চালবাহী পিকআপটি জব্দ করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত চালের মধ্যে ২৫ কেজির ১৮২ বস্তা ‘নূরজাহান’ ব্র্যান্ডের চালের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং ১০৯ বস্তা সরকারি খাদ্য গুদামের চালের মূল্য আনুমানিক ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা-মোট মূল্য প্রায় ৭ লাখ টাকা।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে সরকারি চালসহ দুটি ট্রাক জব্দ করে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় চালের উৎস এবং পাচারকারী চক্রের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআলো/এফএইচএস