সাংবাদিকতা জগতের নক্ষত্রপতন: অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।
সাংবাদিক রিমন দীর্ঘ কর্মজীবনে দৈনিক সংবাদ, ইত্তেফাক, বাংলাবাজার, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মুক্তকণ্ঠ, দেশবাংলা, বাংলানিউজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।
অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের মাঝে ছিলেন শ্রদ্ধেয় ও প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বাংলাদেশের আলো সহো বিভিন্ন সংবাদ সংস্থা, সংগঠন ও সহকর্মীরা শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
বিআলো/এফএইচএস