জামালপুরে দুই রেল টিকিট কালোবাজারি আটক
dailybangla
31st Jul 2025 2:11 am | অনলাইন সংস্করণ
মো. রাকিব হাসান, জামালপুর: জামালপুরে আন্তঃনগর ট্রেনের ২১টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (৩০ জুলাই) ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের নির্দেশে ইসলামপুর স্টেশনে অভিযান চালিয়ে নটারকান্দা এলাকার রশিদ মিয়ার ছেলে বিল্টু (৪৫) কে ১৫টি আন্তঃনগর টিকিট ও টিকিট বিক্রির আঠারশ টাকা সহ আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শাহজাহাদপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে বিল্লাল (৩০) কে ৬টি আন্তঃনগর টিকিট এবং ষোলশ টাকা সহ আটক করা হয়।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিআলো/এফএইচএস