মুকসুদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বাদশা মিয়া: গোপালগঞ্জের মুকসুদপুরে পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মো. আব্দুল বাতেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল কাইয়ুম শরীফ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন।
ছাত্রদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থী অর্ঘ্য ঢালী।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৮ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। মোট ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিআলো/তুরাগ