• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইউবি’র চেয়ারম্যান তানিমের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন, সন্ত্রাসী হামলার অভিযোগ 

     dailybangla 
    31st Jul 2025 7:12 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা আক্তার: ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইউবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, আহমেদ ফরহাদ খান বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও অর্থ অবৈধভাবে আত্মসাৎ করছেন এবং সন্ত্রাসী কার্যকলাপে মদদ দিচ্ছেন। তারা দাবি করেন, শ্যামলীতে বিশ্ববিদ্যালয়ের নামে কেনা জমি নিজের নামে করে নিয়েছেন তিনি।

    আরও অভিযোগ উঠেছে, শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে বাহিরের কুখ্যাত সন্ত্রাসী ‘পাঠাটো রুবেল’কে ক্যাম্পাসে ঢুকিয়ে হামলা চালানো হয়েছে। রুবেল দারুস সালামের আলোচিত সিয়াম হত্যা মামলার প্রধান আসামি এবং একাধিক মামলার পলাতক আসামি।

    প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, আন্দোলন ভাঙতে চেয়ারম্যান পক্ষের কিছু শিক্ষার্থীকে ব্যবহার করা হয়। তাদের মাধ্যমে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরে সন্ত্রাসী হামলার সুযোগ নেওয়া হয়। এক শিক্ষার্থী বলেন, “র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী যদি বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করতে পারেন, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”

    শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রশাসন অহেতুক শোকজ, মিথ্যা মামলায় জড়ানো, এমনকি ছাত্রত্ব বাতিলের মতো পদক্ষেপ নিচ্ছে। শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না—অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া অনেক শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও।

    স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা ইউজিসির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—এই অবৈধ, দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসে মদদদাতা চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করুন এবং আমাদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করুন।”

    স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন শিক্ষার্থী সাকিব হাসান, মেহেদী হাসান, মো. রোমান ও মশিউর রহমান রাঙ্গা।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউজিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031