• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপো রেনো১৪ ফাইভজি সিরিজের প্রি-অর্ডার শুরু 

     dailybangla 
    31st Jul 2025 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে শুরু হয়েছে অপোর নতুন স্মার্টফোন সিরিজ রেনো১৪ ফাইভজি এবং রেনো১৪ এফ ফাইভজি-এর প্রি-অর্ডার। অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং গ্রাহকবান্ধব অফারের কারণে এই সিরিজটি ইতোমধ্যেই গ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে টপপে’র মাধ্যমে ০% সুদে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা, যা গ্রহণ করতে কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাপ্রুভাল ও নমনীয় কিস্তির মাধ্যমে গ্রাহকরা সহজেই ফোনটি কিনতে পারবেন।

    রেনো১৪ ফাইভজি (১২ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলে মিলবে মোট ২৮,০০০ টাকার বেশি সুবিধা। এর মধ্যে রয়েছে ৮,৭৯৯ টাকার ইএমআই সুবিধা, ৫,৯৯০ টাকা মূল্যের Enco Buds 3, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৭৯৯ টাকা মূল্যের ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ২,৫৯৯ টাকার ১ বছরের লিকুইড ও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন। এছাড়াও, আড়ং ডটকম ও অ্যাপ থেকে কেনাকাটায় ১০ শতাংশ বিশেষ ছাড়ও থাকছে।

    অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) কিনলে গ্রাহকরা পাবেন ৬,৩৮৮ টাকার বেশি সুবিধা। এতে রয়েছে ২,৯৯০ টাকা মূল্যের Olike Earbuds, ১,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ০% ইন্টারেস্টে মাসে মাত্র ২,৩৩১ টাকার কিস্তিতে ফোন কেনার সুযোগ, এবং একইসঙ্গে ওয়ারেন্টি ও ড্যামেজ প্রটেকশন সুবিধা ও আড়ং থেকে ১০ শতাংশ ছাড়।

    ফটোগ্রাফি ও ভিডিও অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই সিরিজ। এতে যুক্ত করা হয়েছে উন্নত এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো লেন্স এবং ইন্ডাস্ট্রিতে প্রথমবার ব্যবহৃত ট্রিপল ফ্ল্যাশ ক্যামেরা। অল্প আলোতেও পরিষ্কার ও ঝকঝকে ছবি তোলা সম্ভব। বিশেষ করে রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে দ্বিগুণ উজ্জ্বল ডুয়েল ফ্ল্যাশ, যা রাতের ছবিকে আরও প্রাণবন্ত করে তোলে।

    ডিভাইসগুলোতে আছে এআই এডিটর ২.০, যার মাধ্যমে সহজেই এআই রিকম্পাস, পারফেক্ট শট ও স্টাইল ট্রান্সফার ফিচার ব্যবহার করে কনটেন্ট তৈরি করা যাবে। আইপি৬৯ রেটিং থাকায় ফোন দুটো পানিনিরোধক এবং উপযুক্ত ৪কে আন্ডারওয়াটার ভিডিও ধারণের জন্য।

    রেনো১৪ ফাইভজি পাওয়া যাবে Opal White ও Luminous Green রঙে, দাম ৭৯,৯৯০ টাকা। আর রেনো১৪ এফ ফাইভজি পাওয়া যাবে Opal Blue ও Luminous Green রঙে, দাম ৪২,৯৯০ টাকা। প্রি-অর্ডার করা যাবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031