• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা মনে করিয়ে দেয়: গৃহায়ন উপদেষ্টা 

     dailybangla 
    31st Jul 2025 11:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “দল-মত থাকবেই, তবে জাতীয় স্বার্থে ঐক্য অপরিহার্য”—জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়, কিন্তু জনতার ঐক্যের মাধ্যমেই তা প্রতিহত সম্ভব।”

    বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নানা ধরনের পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে। কিন্তু একটি বছর আগে গড়ে ওঠা জনতার ঐক্য আমাদের দেখিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে—বিচার, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।”

    তিনি আশ্বস্ত করেন, “অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোনো দুর্বলতা দেখাবে না। খুব দ্রুত বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবে এবং সংস্কার অগ্রসর হবে।”

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং স্মৃতিস্তম্ভের নকশাকার মো. রাঈদ হোসেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদ আলিফের বাবা মো. বুলবুল কবীর ও শহিদ আবুল হোসেনের মা সালমা বেগম। তারা দ্রুত বিচার দাবি করেন।

    শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুল্লাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ‘৩৬ জুলাই আন্দোলন’ নিয়ে তাদের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

    উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ কেবল একটি স্থাপত্য নয়, এটি গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা জানানো একটি স্থায়ী নিদর্শন।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031