মেসির হাতের গোলাপি ঘড়ির দাম জানলে চমকে যাবেন
স্পোর্টস ডেস্ক: গেল শনিবার খেলার মাঠে ছিলেন না লিওনেল মেসি। এক ম্যাচের নিষেধাজ্ঞা ঝুলছিল তার মাথার ওপর। তবে সে ম্যাচে গ্যালারিতে বসেই আলোচনায় এসেছিলেন মেসি। তার হাতে ছিল এক আশ্চর্য ঘড়ি, যার দাম প্রায় সাত লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকারও বেশি।
ইন্টার মায়ামি ও সিনসিনাতির মধ্যকার গোলশূন্য ম্যাচে খেলেননি মেসি। এমএলএস অল-স্টার ম্যাচে না খেলার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তার ওপর। তাই সেদিন মাঠের গ্যালারিতে ছেলের সঙ্গে বসেই খেলা উপভোগ করছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে আলোচনার মূল কারণ ছিল তার হাতে থাকা উজ্জ্বল গোলাপি রঙের ‘বার্বি’ রোলেক্স ডেটোনা ঘড়ি। এই ঘড়িটি তৈরি হয়েছে গোলাপি স্যাফায়ার ডায়মন্ড আর ১৮ ক্যারেট হলুদ সোনার সমন্বয়ে।
রিপোর্ট অনুযায়ী, রোলেক্স ডেটোনা ১২৬৫৩৮টিআরও ‘বার্বি’ ঘড়িটির এমন আকাশচুম্বী মূল্যের যৌক্তিক কারণও আছে। ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট হলুদ সোনায়, যার গায়ে সেট করা আছে গোলাপি নীলকান্তমণি এবং ম্যাচিং করা গোলাপি ডায়াল।
এই বিলাসবহুল ঘড়িটির সঙ্গে ইন্টার মায়ামির হোম জার্সির রঙের মিল রয়েছে। ঘড়িটিকে ‘রোলেক্স–এর তৈরি করা অন্যতম দুর্লভ ও উজ্জ্বল রত্নখচিত মডেল’ বলে অবিহিত করা হয়। এটি সাধারণভাবে ক্যাটালগে অর্ডার দিয়ে কেনা যায় না।
নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় মেসি। আগামী বুধবার (৩০ জুলাই) লিগস কাপের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
এভাবেই মাঠের বাইরেও নিজের স্টাইল ও উপস্থিতিতেই আবারও শিরোনামে এলেন লিওনেল মেসি।
বিআলো/শিলি