• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন 

     dailybangla 
    01st Aug 2025 5:44 pm  |  অনলাইন সংস্করণ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুবদল নেতা জুবায়ের হোসেন বাপ্পির লিখিত বক্তব্য

    নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা মো. জুবায়ের হোসেন বাপ্পি।

    রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ঈশ্বরদী উপজেলা ও আশপাশের এলাকায় একদল বহিষ্কৃত নেতাকর্মী বিএনপির নাম ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

    বাপ্পি অভিযোগ করেন, সাবেক পৌর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, তার ভাই সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা — এই চক্রের নেতৃত্বে গঠিত একটি ক্যাডার বাহিনী ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় খাস জমি, মসজিদের জমি ও ব্যক্তিগত সম্পত্তি দখল করছে। পৌর এলাকার এক জায়গার ইজারা নিয়ে বহু জায়গায় চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

    তিনি জানান, চক্রটির বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ধর্ষণসহ ৬৭টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলা রয়েছে জাকারিয়া পিন্টু ও তার ভাইয়ের বিরুদ্ধে, যার অধিকাংশই বিএনপি নেতাকর্মী হত্যার মামলা বলে দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে বাপ্পি বলেন, “এসব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করায় গত ১৯ জুলাই ভোরে প্রায় ১০-১২ জনের একটি দল অস্ত্রসহ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে হত্যার হুমকি দেয়। ফলে স্থানীয়ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

    তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাবশালী চক্রের কারণে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে পারছেন না। তাই ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন।

    সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও দাশুড়িয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— আব্দুস সামাদ সুলভ মালিথা, নাজমুল হোসেন মুকুল, পারভেজ আহম্মেদ পলাশ, আজমল হোসেন, সাইফুল ইসলাম, বিপুল হোসেন মোল্লা, রাকিবুল ইসলাম লাকি, দুলাল মন্ডল, মো. মহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম শহিদ মণ্ডল, হেদায়েতুল ইসলাম অনিক, শামসুজ্জোহা তুহিন, রেশিম, রতন হোসেন, রাফি হোসেন, আশিক হোসেন, রফিকুল ইসলাম, নাসির হোসেন, সম্রাট হোসেন ও খালেদ বিন পার্থিব প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031