ছয়টি চোরাই মোটরসাইকেলসহ রাজধানীতে ছয় চোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিট থেকে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো—মোঃ জসিম বেপারী (৪০), মোঃ মোশারফ হোসেন কামাল (৩৮), মোঃ আনোয়ার হোসেন (২৫), মোঃ আরিফ (৩৪), মোঃ আকিব (২৫) ও মোঃ রাসেল রানা (২৫)। অভিযানে তাদের হেফাজত থেকে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মজুত রাখছে এবং সেগুলো বিভিন্ন জেলায় বিক্রি করছে। ওই তথ্যের ভিত্তিতে মগবাজার চৌরাস্তার নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে প্রথমে জসিম, মোশারফ ও আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকার হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই দিন বিকেলে বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে থেকে রাসেল রানাকে গ্রেফতার করে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি-লালবাগের কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের ধরতে এবং আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/তুরাগ