শেবাচিমে অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল ও সড়ক অবরোধ
হাসপাতালের অনিয়মে ক্ষোভ, শেবাচিমে সড়ক অবরোধ ও প্রতীকী প্রতিবাদ
বরিশাল ব্যুরো: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) সহ দেশের সরকারি হাসপাতালগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তিন দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ ও প্রতীকী কাফন মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শনিবার দুপুরে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি শেষে কাফনের কাপড়ে মোড়ানো প্রতীকী ‘লাশ’ নিয়ে মিছিলটি বের হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
আন্দোলনকারীরা বলেন, শেবাচিমে চিকিৎসা নিতে এসে সাধারণ রোগীরা হয়রানির শিকার হন। রয়েছে অবকাঠামোগত সমস্যা, জনবল সংকট ও ওষুধ সরবরাহে অনিয়ম। তারা তিনটি দাবি উত্থাপন করেছেন, হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনবান্ধব চিকিৎসা ও স্বাস্থ্যখাত সংস্কার। এদিকে, আন্দোলনের সময় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে জরুরি বিভাগে নিলে চিকিৎসা না দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনের চাপের মুখে পরে চিকিৎসা দেওয়া হয়।আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং চলবে অনির্দিষ্টকালের জন্য।
বিআলো/তুরাগ