• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনারগাঁয়ে খালেক আঞ্জুমান স্কুল-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

     dailybangla 
    02nd Aug 2025 11:45 pm  |  অনলাইন সংস্করণ

    শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খালেক আঞ্জুমান স্কুল-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শনিবার (২ আগস্ট) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস বালুর মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতার বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা dynamic অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন,

    > “প্রতিবছর খালেক আঞ্জুমান স্কুলের উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করছি। পাশাপাশি, শর্তসাপেক্ষে ৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।”
    তিনি আরও বলেন,
    “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নেতৃত্ব নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”

     

    অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ ও পরিচালক জনাব কামাল মোল্লা। তিনি বলেন,

    > “শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধারা অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।”

     

    অনুষ্ঠানে সিকা শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একইসাথে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও পদক।

    সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটকে তারা দর্শকদের মুগ্ধ করে।

    আয়োজক: খালেক আঞ্জুমান স্কুল, সোনারগাঁ
    সহযোগী: প্রধান শাখা (EIIN: ৩১১০৩০৭০৬) ও মাধ্যমিক শাখা (EIIN: ০১৩০৯)

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031