• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    স্ত্রীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

     dailybangla 
    03rd Aug 2025 2:41 pm  |  অনলাইন সংস্করণ

    গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ঘরের ভেতর তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত নারীর নাম মারুফা আক্তার (৪৫)। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক এবং একই গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মিজানুর রহমান (৪৫) একজন ওষুধের দোকানদার এবং ইদ্রবপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

    নিহতের ছোট বোন নাজমা আক্তার বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আশপাশের লোকজন ‘আগুন! আগুন!’ বলে চিৎকার শুরু করে। আমরা দৌড়ে গিয়ে দেখি বাড়ির মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঘরের দরজা তালা লাগানো অবস্থায় পায়। পরে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় ঘরের ভেতর আগুন জ্বলছে। সবাই মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আমার বোন পুড়ে অঙ্গার হয়ে গেছে।

    নিহতের ছোট ভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকত। আমার বোনকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ১৫ দিন ধরে তাকে ঘর থেকে বের হতেও দিচ্ছিল না। রাতে আমরা খবর পেয়ে ছুটে গিয়ে দেখি, আগুন জ্বলছে। আমরা নিশ্চিত, মিজানুর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেছে।

    স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, এই দম্পতির মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। স্থানীয়ভাবে বহুবার সালিশ করেও তাদের সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত এমন ভয়াবহ ঘটনা ঘটল।

    এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইমসিন ইউনিট। অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সাম্প্রতিক এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031