মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে এস এম শাকিল আখতার
dailybangla
03rd Aug 2025 4:48 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতার। সচিব পদে পদোন্নতির পর তাকে এই দায়িত্ব দিয়ে রোববার (৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মন্ত্রণালয়টির তৎকালীন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
বিআলো/এফএইচএস