এনসিপির সমাবেশে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা
dailybangla
03rd Aug 2025 5:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।
সমাবেশস্থলে আগতদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। শহীদ মিনারের পশ্চিম পাশের রাস্তায় দক্ষিণ সিটির একটি এবং উত্তর সিটির একটি মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে।
সমাবেশস্থলে ইতোমধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণাপত্রে সাংবিধানিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা থাকবে।
এনসিপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
বিআলো/এফএইচএস