বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’
বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ৩ আগস্ট বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানিয়ে আলোচনা সভা, অনুদানের চেক বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা তাদের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। শহীদ মোঃ জান শরিফের স্ত্রী রহিদুন সাজবা বানু বলেন, “আমার মেয়ের পিতৃস্নেহ কখনোই ফিরে আসবে না। আমাদের পরিবারের কষ্ট ও অভিজ্ঞতা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।” তিনি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বশীলতার অভাবের কথাও তুলে ধরেন।
আহত যোদ্ধা মোঃ ফয়েজ, যিনি আন্দোলনের সময় একটি চোখ হারান, তিনি তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমরা এখনও ন্যায্য বিচার ও চিকিৎসা থেকে বঞ্চিত।” আরেক আহত যোদ্ধা মোঃ রাকিব হোসেনও সুষ্ঠু তদন্ত ও পুনর্বাসনের দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে কাজ করব।” তিনি শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সবুর হোসেন। আলোচনা পর্বে অংশ নেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে শহীদ ১৭টি পরিবার এবং গুরুতর আহত ও দৃষ্টিশক্তি হারানো ৮ জনসহ মোট ২৫ জনকে জন প্রতি এক লক্ষ টাকা করে মোট ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ এপ্রিল বিদ্যুৎ বিভাগ ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-কে এক কোটি পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান করে।
অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিআলো/তুরাগ