মাগুরায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে শোক র্যালী
এস এম শিমুল রানা,মাগুরা: মাগুরায় জুলাই ২৪ শের গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বিসহ ১০জন শহীদের স্মরণে শোক র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২ টায় শহরের পারনান্দুয়ালি ব্যাপারীপাড়া মসজিদ এর সামনে থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ঢাকা রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পার্কের জুলাই স্মৃতি স্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানেই জুলাই- ২৪শের শহীদের স্মৃতি চারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জুলাই ২৪শের গণঅভ্যুত্থানে মাগুরা জেলা ছাত্রদল নেতা রাব্বি সহ নিহত জেলার ১০ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম খান সুজা, আলমগীর হোসেন, এডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন কুতুব, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সেচ্ছাসেবকদলের সভাপতি গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান